গোবিন্দ হালদারের মৃত্যুতে গভর্নরের শোক
প্রখ্যাত গীতিকার ও সুরকার গোবিন্দ হালদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।
শনিবার টেলিফোনে জাগোনিউজকে দেওয়া এক শোক বার্তায় তিনি শোক প্রকাশ করেন এবং গোবিন্দ হালদারের পরিবারের প্রতি সমবেদনা জানান।
আতিউর রহমান বলেন, মোরা একটি ফুলকে বাচাবো বলে যুদ্ধ করসহ মুক্তিযুদ্ধকালে মুক্তিযুদ্ধের গান রচনা করে উৎসাহ দিয়েছেন। এসব গান মুক্তিযুদ্ধে আমাদের প্রেরণা জুগিয়েছে। তার মৃত্যু আমাদের জন্য বড় বেদনার।
এসএ/বিএ