পল্টন ও বিজয়নগরে ককটেল বিস্ফোরণ


প্রকাশিত: ০৮:১৫ এএম, ১৭ জানুয়ারি ২০১৫

রাজধানীর পল্টন ও বিজয়নগরে শনিবার দুপুরে ৩টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে অবরোধকরারী সমর্থকরা। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

তবে এব্যাপারে যোগাযোগ করা হলে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোর্শেদ বলেন, পল্টন মোড়ের ইউবিএল ক্রসিংয়ের কাছে ২টি ও বিজয়নগরে একটি ককটেল বিস্ফোরণ ঘটেছে বলে জানতে পেরেছি। পরে সেখানে পুলিশ গিয়ে তল্লাশি শুরু করলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

জেইউ/বিএ
    

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।