সাভারে ট্রাকচাপায় নারীর মৃত্যু
সাভারের সিএন্ডবি-আশুলিয়া সড়কের কলমা এলাকায় একটি দ্রুতগামী ট্রাকের নিচে চাপা পড়ে বিউটি আক্তার নামে এক নারীর (৩০) মৃত্য হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে শিশুসহ আরো দুইজন। শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কলমা বাসস্ট্যান্ডের চৌরাস্তা মোড়ে ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে দ্রুতগামী একটি ট্রাক চাপা দেয়। এতে রিকশার যাত্রী বিউটি এবং চালক ও শিশুসহ তিনজন গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেই বিউটিকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। বাকীদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতালেব মিয়া বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে সাভার মডেল থানায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।
বিএ