আপিল বেঞ্চ পুনর্গঠন করলেন প্রধান বিচারপতি
নব নিযুক্ত প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা দায়িত্ব নেওয়ার পর আপিল বিভাগের বেঞ্চ পুনর্গঠন করেছেন। এর আগে শনিবার বঙ্গভবনে দেশের ২১তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এস এম কুদ্দুস জামান বেঞ্চ পুনর্গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুনর্গঠন করা আপিল বিভাগের এক নম্বর কোর্টের নেতৃত্বে প্রধান বিচারপতি এস কে সিনহা নিজেই রয়েছেন। তার সঙ্গে এ বেঞ্চে থাকবেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
দুই নম্বর কোর্টের নেতৃত্বে রয়েছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি বিচারপতি মোহাম্মদ আব্দুল ওয়াহহাব মিয়া। সঙ্গে থাকবেন বিচারপতি মুহাম্মদ ইমান আলী ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।
-আরু