এবার পুলিশের গাড়িতে বোমা হামলা
রাজধানীর শাহবাগে পুলিশ বহনকারী একটি গাড়িতে অবরোধকারীরা বোমা হামলা চালিয়েছে। এ ঘটনায় পুলিশের একজন এসআইসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার রাত আটটার দিকে মত্সভবন মোড়ে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় এসআই আবুল কালাম আজাদ (৪৫), কনস্টেবল মোর্শেদ (৩৫), কনস্টেবল সিপন (৩০), কনস্টেবল বদিয়ার রহমান (২৫) ও কনস্টেবল শামীমকে (২২) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত পুলিশ সদস্যরা জানিয়েছেন, প্রতিদিনের শিফটের ডিউটি শেষ করার পর বিভিন্ন পয়েন্ট থেকে পুলিশ সদস্যদের গাড়িতে করে রাজারবাগ পুলিশ ব্যারাকে নেয়া হয়। শনিবার দিনের শিফটের দায়িত্ব শেষে কাওরানবাজার, বাংলামোটর, শাহবাগ থেকে পুলিশ সদস্যদের একটি পুলিশভ্যানে নিয়ে রাজারবাগ পুলিশ লাইন্সের উদ্দেশে রওনা দেয়। রাত আটটার দিকে পুলিশ ভ্যানটি মত্সভবন মোড়ের কাছে পৌঁছলে দুর্বৃত্তরা গাড়িটি লক্ষ্য করে প্রথমে একটি পেট্রোল বোমা ছুঁড়ে মারে। বোমাটি গাড়িতে না লেগে রাস্তা পড়ে বিস্ফোরিত হয়। ঐ সময় পুলিশ ভ্যান থেকে কনস্টেবল মোর্শেদ ঝাঁপ দিলে পেট্রোল বোমার আগুনে তার শরীর ঝলসে যায়। এ ঘটনার পরপর দুর্বৃত্তরা ভ্যানের হুড লক্ষ্য করে অন্তত ৭/৮ টি হাতবোমা নিক্ষেপ করে। এদের মধ্যে একটি বোমা হুডের ভেতর কনস্টেবল শামীমের পাশে লোহার দণ্ডে লেগে প্রচন্ড শব্দে বিস্ফোরিত হয়। এতে ভ্যানের ভিতর থাকা শামীমসহ অপর তিনজন আহত হন। এ ঘটনার পর ভ্যানের হুডের ভিতর থেকে পুলিশ সদস্যরা হুড়োহুড়ি করে নেমে আত্মরক্ষা করেন। ঐ সময় নামতে গিয়ে দুই জন পুলিশ সদস্য আহত হন।
ঘটনার পরপরই আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের শীর্ষ কর্মকর্তারা ছুটে যান হাসপাতালে।
ডিএমপির ডিবির উপ-কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, ঘটনাস্থল থেকে বোমা হামলার আলামত সংগ্রহ করা হয়েছে। দুর্বৃত্তদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।