আজ আখেরি মোনাজাত


প্রকাশিত: ০২:২১ এএম, ১৮ জানুয়ারি ২০১৫

বাংলাদেশসহ মুসলিম উম্মাহর সুখ,সমৃদ্ধি ও কল্যাণ কামনায় রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে তাবলিগ জামাতের সবচেয় বড় জমায়েত বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা। ঢাকার অদূরে টঙ্গীর তুরাগ নদীর তীরে শুরু হওয়া এবারের দুই পর্বের বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্ব রোববার দুপুরের আগেই আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে। সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন দিল্লীর মাওলানা মোহাম্মদ সা’দ।

তিন দিনব্যাপী দ্বিতীয় ও শেষ পর্বের বিশ্ব ইজতেমার কাযক্রম গত শুক্রবার ফজর নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়। শেষ দিন রোববার বাদ ফজর উসুলে বয়ানের মধ্য দিয়ে দিনের কাযক্রম শুরু হবে। চলবে সকাল ৯টা পর্যন্ত। এরপর তাশকিল ও হেদায়েতি বয়ান শুরু হবে। বয়ান করবেন দিল্লীর মাওলানা মোহাম্মদ সা’দ।এরপর তিনিই বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য, ভ্রাতৃত্ব, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে আরবী ও উর্দু ভাষায় আখেরি মোনাজাত পরিচালনা করবেন।

এর আগে গত ৯ থেকে ১১ জানুয়ারি প্রথম দফায় তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার কাযক্রম শেষ হয়।

এদিকে তাবলিগ জামাতের সর্ববৃহৎ এ জমায়েতে দেশ বিদেশের লাখ লাখ মুসল্লি অংশ নিয়েছেন। প্রথম দফায় আবহাওয়া অনুকূলে এবং শীত কম থাকলেও শেষ দফায় শনিবার বাদ ফজর থেকে থেমে থেমে বৃষ্টি পড়ায় চরম দুর্ভোগ পাহাতে হচ্ছে মুসল্লিদের।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।