ঈদের আগে-পরে ছয়দিন ট্রাক-লরি চলাচল বন্ধ


প্রকাশিত: ০৮:৫৫ এএম, ০৮ সেপ্টেম্বর ২০১৬

ঈদের আগের তিনদিন এবং পরের তিনদিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। ঈদে ঘরমুখো মানুষের কথা বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, কাঁচা চামড়া এবং জ্বালানি বহনকারী যানবাহন এর আওতামুক্ত থাকবে।

এছাড়া ফিটনেসবিহীন যানবাহনে কুরবানির পশু পরিবহন উৎসমুখে নিয়ন্ত্রণে মাঠ প্রশাসনকে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা প্রদানসহ এর সঙ্গে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার জন্য বলা হয়েছে।

এমইউএইচ/এনএফ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।