নাশকতা ঠেকাতে ২১৯ প্লাটুন বিজিবি মোতায়েন


প্রকাশিত: ০২:১৯ এএম, ৩০ জানুয়ারি ২০১৫

বিএনপি নের্তৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধে নাশকতারোধে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ২১৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

রাজধানীসহ দেশের আশঙ্কাপ্রবণ এলাকাগুলোর আইনশৃঙ্খলা রক্ষা ও মহাসড়কের নিরাপত্তায় আগামী ২৮ ঘন্টা এই বিজিবি মোতায়েন থাকবে। রাজধানীর জন্য জরুরি প্রয়োজনে প্রস্তুত থাকবে আরও ৬ প্লাটুন বিজিবি।

বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মোহসীন রেজা।

তিনি জানান, হরতালকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতা ঠেকাতে, জনসাধারণের নিরাপত্তা ও শৃ্ঙ্খলা রক্ষায় বৃহস্পতিবার ভোর ৬টা থেকে ২১৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

ঢাকার বাইরে আগামী ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা রক্ষার জন্য ৮৯ প্লাটুন এবং মহাসড়কের নিরাপত্তার দায়িত্বে ১১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া আরও ৭০ প্লাটুন বিজিবি সদস্য সারা দেশে মোতায়েনের জন্য প্রস্তুত থাকবে।

জেইউ/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।