নাশকতা ঠেকাতে ২১৯ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি নের্তৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধে নাশকতারোধে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ২১৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
রাজধানীসহ দেশের আশঙ্কাপ্রবণ এলাকাগুলোর আইনশৃঙ্খলা রক্ষা ও মহাসড়কের নিরাপত্তায় আগামী ২৮ ঘন্টা এই বিজিবি মোতায়েন থাকবে। রাজধানীর জন্য জরুরি প্রয়োজনে প্রস্তুত থাকবে আরও ৬ প্লাটুন বিজিবি।
বিষয়টি নিশ্চিত করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মোহসীন রেজা।
তিনি জানান, হরতালকে কেন্দ্র করে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতা ঠেকাতে, জনসাধারণের নিরাপত্তা ও শৃ্ঙ্খলা রক্ষায় বৃহস্পতিবার ভোর ৬টা থেকে ২১৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
ঢাকার বাইরে আগামী ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা রক্ষার জন্য ৮৯ প্লাটুন এবং মহাসড়কের নিরাপত্তার দায়িত্বে ১১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া আরও ৭০ প্লাটুন বিজিবি সদস্য সারা দেশে মোতায়েনের জন্য প্রস্তুত থাকবে।
জেইউ/এআরএস