নাসিম প্লাজার আগুন নিয়ন্ত্রণে, ১৩ মরদেহ উদ্ধার


প্রকাশিত: ০১:০৮ পিএম, ৩১ জানুয়ারি ২০১৫

রাজধানীর মিরপুরে সনি সিনেমা হলের পেছনের নাসিম প্লাজার আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনে দগ্ধ হয়ে ১৩ জন মারা গেছেন বলে খবর পাওয়া গেছে।

শনিবার রাত ১০টার দিকে মিরপুর শাহ আলী থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ১৩টি লাশ উদ্ধার করা হয়েছে। লাশগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে নিহত লোকজনের পরিচয় পাওয়া যায়নি। ডিএনএ পরীক্ষার পর এটা নিশ্চিত হওয়া যাবে।

এর আগে রাত পৌনে নয়টার দিকে মিরপুর শাহ আলী থানার পুলিশের দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হোসেন জানান, এ পর্যন্ত অগ্নিদগ্ধ নয়জনের লাশ উদ্ধার করা হয়েছে।

সন্ধ্যার কিছুক্ষণ আগে ওই ভবনে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা ফরহাদুজ্জামান জানান, ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট চেষ্টা চালিয়ে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

এমএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।