রাজধানীতে শিবির-পুলিশ সংঘর্ষে গুলিবিদ্ধ ১
রাজধানীর কদমতলী থানা এলাকায় পুলিশের সঙ্গে শিবির কর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শিবিরের ছোড়া ককটেলে এক পুলিশ কনস্টেবল আহত ও এক শিবির কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।
পুলিশের গুলিতে আহত শিবির কর্মী আব্দুল হামিদ (২২) ঢাকা কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের ছাত্র। মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে কদমতলীর জাপান মার্কেটের সামনে এ ঘটনা ঘটে জানিয়েছে পুলিশ।
কদমতলী থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই কোকিল চন্দ্র জানান, হরতাল ও অবরোধের সমর্থনে ৪০/৫০ জন শিবির কর্মী একটি মিছিল বের করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাধা সৃষ্টি করলে তারা পুলিশকে লক্ষ্য করে ককটেল ছুড়ে ও গাড়ি ভাঙচুরের চেষ্টা চালায়। এ সময় এক পুলিশ সদস্য আহত হন। পুলিশও গুলি ছুড়লে এক শিবিরকর্মী আহত হন ও অন্যরা পালিয়ে যায়। পরে আহত পুলিশ সদস্য ও শিবির কর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় কদমতলী এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান এসআই কোকিল চন্দ্র সাহা।
জেইউ/এআরএস/পিআর