স্বাধীনতা দিবসে শিল্পকলা একাডেমীর অনুষ্ঠানমালা


প্রকাশিত: ০৩:৩৩ এএম, ২৫ মার্চ ২০১৫

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০১৫ উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমী দু’দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। একাডেমীর সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় ২৫ ও ২৬ মার্চ সন্ধ্যা ৬টায় একাডেমীর নন্দনমঞ্চে শুরু হবে এ অনুষ্ঠানমালা।

বুধবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠানের উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস। একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন মুক্তিযুদ্ধা ও বিশিষ্ট ভাস্কর্যশিল্পী ফেরদৌসী প্রিয়ভাসিনী।

অনুষ্ঠানে আরও আলোচনা করবেন শহীদ বুদ্ধিজীবীদের সন্তান ডা. নুজহাত চৌধুরী ও আসিফ মুনীর তন্ময়।

বুধবার সকালে অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্জ্বলন করা হবে। এতে অতিথি, শিল্পী ও দর্শকবৃন্দসহ সকলে অংশগ্রহণ করবে। পরে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন পরিবেশন করবে নাচ,গান ও আবৃত্তি।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।