ইশ কি অমানবিক! এরা মানুষ না


প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ৩০ জানুয়ারি ২০১৭

মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর দেশটির সেনাবাহিনীর অমানবিক নির্যাতন ও বর্বরতা নাড়া দিয়েছে প্রত্যেক বিবেকবান মানুষের হৃদয়। কখনো খুটিতে বেঁধে আবার কখনো বা নদীর মাঝে প্রকাশ্যে গুলি করে নারী-শিশু, বৃদ্ধ যুবককে হত্যার প্রতিবাদ জানিয়েছে গোটা বাংলাদেশ। তাছাড়া বাংলাদেশে ঢুকে পড়া রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে বাংলাদেশ সরকার।

রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর মিয়ানমারের সেনাবাহিনীর নির্মম ও বর্বর এ হামলার চিত্র তুলে ধরে সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের প্রধান ফটকের সামনে চিত্র প্রদর্শন করেছে কবিতার রাজপথ নামের এক সংগঠন।

Press
হেঁটে চলা বিভিন্ন শ্রেণি পেশার মানুষ দাঁড়িয়ে দেখছেন মিয়ানমারের সেনাবাহিনীর এ নির্যাতনের চিত্র। দেখার পরে অনুভূতি প্রকাশ করছেন, ইশ কি অমানবিক। এরা মানুষ না। মানুষ হয়ে আরেক মানুষের উপর এমন নির্যাতন কেউ করতে পারে না। আল্লাহ্ তুমি তাদের রক্ষা কর।

প্রেসক্লাবের সামনে দাঁড়িয়ে নির্যাতনের চিত্র দেখার সময় আব্দুল্লাহ আল মুনছুর নামের একজন জাগো নিউজকে বলেন, রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছে মিয়ানমারের সেনাবাহিনী। সাধারণ মানুষের উপর মিয়ানমারের সেনাবাহিনী যে নির্যাতন করছে এটা বন্ধ হওয়া উচিত।

Press
উল্লেখ্য, ২০১৬ সালের ৯ অক্টোবর রাখাইনে সীমান্ত চৌকিতে হামলার জের ধরে রাজ্যেটিতে রোহিঙ্গাদের দমন অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। দমন অভিযানে শতাধিক রোহিঙ্গাকে গুলি করে ও পুড়িয়ে হত্যা করা হয়। পুড়িয়ে দেয়া হয়েছে হাজার হাজার ঘর-বাড়ি। বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংগঠনগুলো ন্যাক্কারজনক এ ঘটনার তীব্র নিন্দা জানায়।

আকরামুল ইসলাম/ এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।