ভারতীয় ভিসার নিয়ন্ত্রণ দিল্লি থেকে : পঙ্কজ শরণ


প্রকাশিত: ০২:৩১ পিএম, ০৯ এপ্রিল ২০১৫

ভারতীয় ভিসা ব্যবস্থা মোটেই ঢাকার দূতাবাস থেকে নিয়ন্ত্রিত হয় না। এটি সরাসরি নয়াদিল্লি থেকে নিয়ন্ত্রণ করা হয়। বৃহস্পতিবার রাজধানীতে কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠন ডিকাবের আয়োজনে এক সংলাপে ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ এ কথা বলেন।

ভিসা পাওয়া নিয়ে জটিলতার বিষয়ে সচেতন রয়েছেন জানিয়ে হাইকমিশনার বলেন, আমরা এসব জটিলতা নিরসন করতে এবং কমাতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। বিশেষ করে অনলাইনে আবেদনের ক্ষেত্রে জটিলতার বিষয়গুলো। ভিসা পাওয়া সহজ করতে সাক্ষাতের তারিখের বিধান তুলে দেওয়ার কথা উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, ভারতে আমাদের কারিগরি লোকদের দিয়ে এই নিরীক্ষা চালানো হচ্ছে। আমাদের চিন্তা এটাকে কীভাবে সহজ, সরল ও স্বচ্ছ করা যায়। এর মধ্যে আমরা কোনো দালাল বা অবৈধ উপায় সহ্য করি না।

ভারত ও বাংলাদেশ পারস্পরিক অংশীদার মন্তব্য করে তিনি বলেন, শান্তি-স্থিতি, পারস্পরিক নিরাপত্তা ও সুবিধাজনক একটি পরিবেশে উভয় দেশ যাতে একসাথে প্রবৃদ্ধি ও সমৃদ্ধি অর্জন করে তা নিশ্চিত করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।

এএইচ/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।