প্রাথমিক শিক্ষকদের ১২ দফা দাবি


প্রকাশিত: ০৪:৩৫ এএম, ১০ এপ্রিল ২০১৫

শতভাগ পদোন্নতি, সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকদের একই শ্রেণীতে আওয়াতাভুক্তকরণসহ ১২ দফা দাবি জানিয়েছেন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা তাদের দাবি তুলে ধরেন।

সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক অরুণ কুমার। সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি শাহিনুর আল-আমীনসহ অন্যান্য নেতাবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনে প্রধান শিক্ষকদের এক ধাপ নিচের গ্রেডে সহকারী শিক্ষকদের বেতন স্কেল নির্ধারণ করে উভয় পদকে একই শ্রেণীভুক্ত করা, প্রধান শিক্ষক পদে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া বন্ধ করে শতভাগ পদোন্নতি চালু করা, সহকারী শিক্ষক পদকে অ্যান্ট্রি পদ ধরে মহাপরিচালক পর্যন্ত প্রমোশন নীতি চালু করা, জাতীয় আয়ের শতকরা ৬ ভাগ অথবা জাতীয় বাজেটের শতকরা ২০ ভাগ অর্থ শিক্ষা বাজেটে রাখা, নিয়োগের ক্ষেত্রে নারী-পুরুষের সমতা বিধান, ২৫ ভাগ পোষ্য কোটা চালু করাসহ ১২টি দাবি তুলে ধরা হয়।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।