আচরণবিধি লঙ্ঘন করলেই ব্যবস্থা : ডিএমপি কমিশনার
ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে আচরণবিধি মেনে চলার ব্যাপারে প্রার্থীদের বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
একইসঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, কোনো প্রার্থী বা প্রার্থীর লোক কাউকে ভয় দেখালে বা বল প্রয়োগ করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে। তিনি বলেন, নির্বাচনকালীন ঘনবসতি এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হচ্ছে।
রোববার সকাল ১১টায় খামার বাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট কমপ্লেক্সেঢাকা উত্তরের মেয়র প্রার্থী, কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলদের সঙ্গে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন।
এছাড়াও নির্বাচনে প্রভাব বিস্তার করতে পারেন এমন প্রভাবশালীদের ওপরেও বিশেষভাবে নজর রাখা হবে জানিয়ে তিনি বলেন, কাউকে আচরণবিধি লঙ্ঘন করতে দেওয়া হবে না। যারা আচরণবিধি লঙঘন করবেন তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
জেইউ/বিএ/আরআই