ভ্যাটিকানে সমকামী রাষ্ট্রদূত!


প্রকাশিত: ০৮:২২ পিএম, ১২ এপ্রিল ২০১৫

তিন মাস আগে ভ্যাটিকানে নিযুক্ত হয়েছেন সমকামী ফরাসি রাষ্ট্রদূত লরেন্ত স্তেফানিনি। তাঁর নিযুক্তি নিয়ে প্যারিস এখনও রোমের সবুজ সঙ্কেতের অপেক্ষায়।

পোপ ফ্রান্সিস ভ্যাটিকানের দায়িত্ব নেওয়ার প্রায় ৩ বছর হতে চলেছে। ব্যক্তি পোপ ফ্রান্সিসের মতামত একদিকে যেমন বিতর্কের জন্ম দিয়েছে, তেমনই একাংশ এর মধ্যে ধর্মীয় গোঁড়ামি ভেঙে প্রগতিশীলতার ইঙ্গিত পেয়েছেন। কিন্তু, ক্যাথলিক চার্চগুলির ধর্মীয় অনুশাসনের বিপরীতে সিদ্ধান্তে পৌঁছাতে ভ্যাটিকানকে এখনও বোধহয় অনেকটা পথ হাঁটতে হবে।  প্রকাশ্যে সমকামী লরেন্ত স্টেফানির নিয়োগে বিলম্ব হয়ত তারই স্পষ্ট ইঙ্গিত।  

সাধারণত, কোনও রাষ্ট্রদূতকে নিয়োগের দেড়মাসের মধ্যে তাঁকে গ্রহণ করার কথা ঘোষণা করে ভ্যাটিকান। উত্তর যদি `না` হয়, ভ্যাটিকান প্রকাশ্যে সে বিষয়ে কোনও বিবৃতিও দেয় না। অতএব, এই নীরবতাকে ফরাসি রাষ্ট্রদূতের নিয়োগ খারিজ বলেই ধরে নেওয়া হচ্ছে।    

অন্যদিকে, প্যারিসও নিজেদের অবস্থান থেকে খুব একটা সরার ইঙ্গিত দেয়নি। তাদের ভাবগতিক দেখে মনে হচ্ছে ৫৫ বছরের সমকামী লরেন্ত স্তেফানিনির ভ্যাটিকানে নিয়োগ নিয়ে তারা বেশ দৃঢ় প্রতিজ্ঞ। সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে লরেন্ত তাদের অন্যতম সেরা কূটনীতিক। প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের নিকটসূত্রের দাবি `এই ইচ্ছা স্বয়ং প্রেসিডেন্টের।``

চলতি বছরের ৫ জানুয়ারি ফরাসি মন্ত্রিসভা স্তেফানিকে ভ্যাটিকানে নিয়োগের সিদ্ধান্ত নেয়। কিন্তু এখনও পর্যন্ত অন্য তরফ থেকে কোনও প্রত্যুত্তর আসেনি।  

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।