পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হবে রাজাকাররা


প্রকাশিত: ০৩:৪৭ পিএম, ১৮ এপ্রিল ২০১৫

বর্তমান ও ভবিষ্যত প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে পাঠ্যপুস্তকে রাজাকারদের নৃশংসতার ইতিহাস অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। শনিবার ঝিনাইদহ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, রাজাকার-আলবদরদের নির্যাতন, অত্যাচার সম্পর্কে আগামী প্রজন্ম যেন জানতে পারে, সে লক্ষ্যে এই উদ্যোগ নেয়া হচ্ছে। শুধুমাত্র মুক্তিযুদ্ধের ইতিহাস থাকলে সঠিকভাবে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারবে না।

মন্ত্রী বলেন, আর কোন মুক্তিযোদ্ধাকে বিনা চিকিৎসায় মরতে হবে না। হাসপাতালগুলোতে মুক্তিযোদ্ধাদের বিনা টাকায় চিকিৎসা সেবা দেয়া হবে। আর কোন বীর সৈনিককে বিনা চিকিৎসায় মরতে দেওয়া হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের সুবিধার্থে ভাতা দ্বিগুণ করবেন এবং দুই ঈদে উৎসব ভাতা প্রদান করা হবে।

তিনি আরও বলেন, ভুয়া মুক্তিযোদ্ধাদের বের করতে যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে। ভারতের বই ও লালবই বাদে যেসব গেজেট প্রকাশ করা হয়েছে সকল গেজেটের তদন্ত করা হবে। বিএনপি বা আওয়ামী লীগ সরকার নয়, সকল সরকারের তৈরি গেজেট যাচাই করা হবে।

জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দার, জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম, জেলা ডেপুটি কমান্ডার দলিল উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার প্রত্যুষ কুমার এবং জেলা ও উপজেলা কমান্ডারসহ মুক্তিযোদ্ধারা বক্তব্য রাখেন।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।