প্রতিটি বিভাগে দুদকের নজরদারি রয়েছে : দুদক মহাপরিচালক


প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ১১ মে ২০১৫

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক ড. মো. শামসুল আরেফীন বলেছেন, প্রতিটি বিভাগে দুদকের নজরদারি রয়েছে। যদি কোন বিভাগের কর্মকর্তার দুর্নীতির প্রমাণ মেলে, তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

সোমবার দুপুরে মাদারীপুর লিগাল অ্যাইড অ্যাসোসিয়েশনের ট্রেনিং সেন্টারে ‘দুর্নীতি প্রতিরোধে পৌরসভা ও ইউনিয়ন পরিষদের ভূমিকা শীর্ষক’ অ্যাডভোকেসি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

দুদক মহাপরিচালক বলেন, একজন সৎ মানুষ যখন রাস্তা দিয়ে হেঁটে যান, তাকে সবাই সম্মান করেন। এই সম্মান বন্দুক দিয়েও আদায় করা সম্ভব নয়।

দুদক মহাপরিচালক আরো বলেন, যেখানে ক্ষমতার অপব্যবহার করা যায়, সেখানেই দুর্নীতি বেশি হয়। সামাজিক আন্দোলনের মাধ্যমে সকলকে সাথে নিয়ে সমাজ থেকে দুর্নীতি কমানো সম্ভব।

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুরের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত অ্যাডভোকেসি সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জিআইজেড এর সিনিয়র অ্যাডভাইজার টিম ফানমুলার, মাদারীপুর লিগাল অ্যাইড অ্যাসোসিয়েসনের সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক, প্রধান সমন্বয়কারী খান মো. শহীদ, জেআইজেড এর কর্মকর্তা মো. আলী রেজা, প্রোগ্রাম ম্যানেজার আবু দাউদ শামীম প্রমুখ।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।