জাতীয় পরিবেশ পদক পাচ্ছেন ৩ ব্যক্তি-প্রতিষ্ঠান
স্কয়ার ফার্মাসিউটিক্যালসসহ তিন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় পরিবেশ পদক ২০১৭ এর জন্যে মনোনীত করেছে সরকার।
আগামী ৪ জুন (রোববার) বঙ্গবন্ধু আন্তজার্তিক সম্মেলন কেন্দ্রে প্রধান অতিথি শেখ হাসিনা পুরস্কারপ্রাপ্তদের মাঝে পদক বিতরণ করবেন। একই সঙ্গে বিশ্ব পরিবেশ দিবসেরও (৫ জুন হলেও এবার বাংলাদেশে ৪ জুন পালিত হবে) উদ্বোধন করবেন তিনি।
বুধবার পরিবেশ ও বন মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।
এবারের পদকপ্রাপ্তরা হলেন- পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ ক্যাটাগরিতে বরিশালের জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান, পরিবেশগত শিক্ষা ও প্রচার ক্যাটাগরিতে মোকাররম হোসেন ও পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ ক্যাটাগরিতে গাজীপুরের কালিয়াকৈরে প্রতিষ্ঠিত স্কয়ার ফার্মাসিউটিক্যালস।
এদিকে বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ড লাইফ কনজারবেশন ২০১৭ এর পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে।
তিন ক্যাটাগরিতে পুরস্কারের এবারের মনোনীতরা হলেন- বেসরকারি মোহনা টেলিভিশনের মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রতিনিধি আতাউর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. শফিক হায়দার চৌধুরী এবং মালিবাগ নিউ সার্কুলার রোডের কসমস সেন্টারের ভিলেজ টাইগার রেসপন্স টিম।
এছাড়া ১০টি ক্যাটগরিতে বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার ২০১৬ দেয়া হচ্ছে ২৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে।
এমইউ/এমএমএ/এমএস