নারী নির্যাতনের অভিযোগে এপিবিএন`র এসআই গ্রেফতার


প্রকাশিত: ০৪:১৪ এএম, ১৩ জুন ২০১৭
প্রতীকী ছবি

নারী নির্যাতনের অভিযোগে রাজধানীর মুগদা থেকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) উপ-পরিদর্শক (এসআই) নাজমুল ইসলামকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ।

সোমবার রাতে তাকে গ্রেফতার করা হয়।

বিয়ষটি নিশ্চিত করে উপ-পরিদর্শক (এসআই) মো. জয়নাল আবেদীন জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনের করা এক মামলায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সম্প্রতি এপিবিএন এর ওই এসআই নাজমুলকে গ্রেফতারের আদেশ দেয়। পিটিশন নং ৭৮/১৭।

ওই আদেশের প্রেক্ষিতে সোমবার রাতে এসআই নাজমুলকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে নাজমুলকে আদালতে সোপর্দ করা হয়েছে।

জেইউ/এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।