পার্বতীপুর-রাজশাহীগামী স্পেশাল ট্রেন ২২ জুন থেকে


প্রকাশিত: ০৪:৩১ এএম, ১৩ জুন ২০১৭

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের সুবিধার্থে পার্বতীপুর ও রাজশাহীগামী স্পেশাল ট্রেনের যাত্রা শুরু একদিন এগিয়ে ২২ জুন করা হয়েছে। এর আগে তা ২৩ জুন থেকে চলার কথা ছিল।

মঙ্গলবার সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে ঈদের অগ্রিম টিকিট বিক্রি কার্যক্রম পরিদর্শনে এসে এ কথা জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক।

রেলওয়ের কমলাপুর স্টেশন ম্যানেজার সীতাংশু চক্রবর্তী সোমবার জাগো নিউজকে জানিয়েছিলেন, যাত্রীদের বাড়তি চাপ মোকাবিলায় পার্বতীপুর ও রাজশাহীগামী স্পেশাল ট্রেন ২২ জুন থেকে চালুর প্রস্তাব করা হয়েছে।

রেলমন্ত্রী মুজিবুল হক বলেন, ঈদে যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে এবার ২০ থেকে ২৫ হাজার আসন সংখ্যা বাড়ানো হয়েছে। বাংলাদেশ রেলওয়ে এবারের ঈদে ২ লাখ ৬০ হাজার যাত্রী বহন করবে। গত ঈদে আমরা যাত্রীদের শতভাগ সেবা দিয়েছি। আশা করছি এবারও তা বজায় থাকবে।

এ ছাড়াও যাত্রীদের বাড়তি চাপ মোকাবিলায় পার্বতীপুর ও রাজশাহীগামী স্পেশাল ট্রেন ২২ জুন থেকে ২৫ জুন পর্যন্ত চলবে।

কাঙ্ক্ষিত টিকিট না পাওয়া নিয়ে যাত্রীদের অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সবাইকে টিকিট দেয়া হচ্ছে। এ বছর কোনো অভিযোগ নেই।

মুজিবুল হক বলেন, গতবারের মতো এবারও সুষ্ঠু ব্যবস্থাপনায় যাত্রীদের টিকিট দেয়া হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। কোনো কালোবাজারি নেই। আশা করছি যাত্রীরা নির্বিঘ্নে বাড়ি যেতে পারবে।

এসআই/এমএমজেড/এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।