পাহাড় ধসে হতাহতের ঘটনায় ব্রিটিশ হাইকমিশনারের শোক


প্রকাশিত: ০৩:৪৩ এএম, ১৪ জুন ২০১৭

পার্বত্য অঞ্চলে পাহাড় ধসে ব্যাপক প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেইক। বুধবার সকালে এক টুইট বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন। একই সঙ্গে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

দুইদিনের টানা ভারী বর্ষণে চট্টগ্রাম বিভাগের তিন জেলায় পাহাড় ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩২ জনে। নিহতদের মধ্যে চারজন সেনা সদস্য রয়েছেন।

এদিকে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধার কর্মীরা। সর্বশষ তথ্যানুযায়ী রাঙামাটিতে ৯৮ জন, চট্টগ্রামে ২৭ এবং বান্দরবানে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

CTG

জেপি/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।