মিটফোর্ড হাসপাতাল থেকে অপহৃত শিশু উদ্ধার
রাজধানীর মিডফোর্ড হাসপাতাল থেকে অপহরণের শিকার হাসিব নামে এক শিশুকে উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কোতোয়ালি থানা পুলিশ।
শনিবার দিবাগত রাতে এক অভিযানে শিশুটিকে উদ্ধার করা হয়।
রোববার সকালে এক বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, পুলিশের লালবাগ বিভাগের একটি বিশেষ টিম অপহৃত শিশু হাসিবকে উদ্ধার এবং অপহরণচক্রের তিন সদস্যকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, মো. আনোয়ার হোসেন, অহিদা বেগম ওরফে কুট্টি ও মো. শাহিন।
এরআগে গতকাল শনিবার শিশু হাসিবের চিকিৎসার জন্য তার মা হাসিনা বেগম মেয়ে লামিয়াসহ (১১) স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে আসেন। চিকিৎসা নিয়ে হাসিনা বেগম ছেলে হাসিব ও মেয়ে লামিয়াকে হাসপাতালের বহির্বিভাগের সিঁড়ির গোড়ায় বসিয়ে ওষুধ কিনতে যায়।
ওষুধ কিনে এসে তিনি ছেলে-মেয়েকে দেখতে পাননি। পরে লামিয়াকে হাসপাতালের মর্গের গেটে পান। মেয়ে তাকে জানায়, একজন লোক এসে হাসিবকে মায়ের কাছে নিয়ে যাওয়ার কথা বলে সঙ্গে করে নিয়ে গেছে।
এদিকে, হাসিবকে অপহরণকারী কৌশলে লামিয়ার কাছ থেকে তার মায়ের মোবাইল ফোন নম্বর নিয়ে যায়। পরে পরে বিভিন্ন মোবাইল ফোন থেকে হাসিনা বেগমকে ফোন করে ছেলের জন্য দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।
এ ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে।
এআর/এসআর/আইআই/জেআইএম