অর্থনীতির মতো ক্রিকেটেও এগিয়ে যাচ্ছে বাংলাদেশ : প্রধানমন্ত্রী


প্রকাশিত: ০১:৪২ পিএম, ০৪ জুলাই ২০১৫

অর্থনীতিসহ অন্যান্য সব ক্ষেত্রের মতো বাংলাদেশের ক্রিকেটও এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাংলাদেশকে এখন আর ছোট করে দেখার কিছু নেই। শনিবার গণভবনে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশে ক্রিকেট দলকে বিশ্বকাপ, পাকিস্তান ও ভারত সিরিজে ভালো খেলার জন্য সংবর্ধনা দেওয়া হয়। এ সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বের দরবারে দেশের নাম উজ্জ্বল করছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী জানান, পদ্মার পাড়ে ক্রিকেট কমপ্লেক্স করা হবে। এ ছাড়া ভারত ও পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জয়ের জন্য ক্রিকেট দলের খেলোয়াড়, কর্মকর্তা ও কোচিং স্টাফদের জন্য আট কোটি ২৩ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘ক্রিকেট আমাদের যে মর্যাদা এনে দিয়েছে, আমি এ নিয়ে সত্যি গর্ব করি।’ তিনি এ সময় ক্রিকেটারদের জন্য আরো বড় স্টেডিয়াম এবং প্রশিক্ষণের জন্য আরো ভালো ব্যবস্থা করার কথাও বলেন।
প্রধানমন্ত্রী বলেন- এখানে সেখানে নয়, বরং একটি ভালো মাস্টার প্ল্যান করে পদ্মার পাড়ে একটি কমপ্লেক্স করে দেওয়া হবে। যেখানে খেলোয়াড়দের যা প্রয়োজন, সবকিছুই থাকবে। এ সময় তিনি কক্সবাজারেও একটি আধুনিক স্টেডিয়াম তৈরির কথা জানান। প্রধানমন্ত্রী শুধু ক্রিকেটই নয়, বাংলাদেশের সব খেলাধুলাকে এগিয়ে নিতে ব্যবস্থা নেওয়ার কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ২৪ বছরের সংগ্রাম ও যুদ্ধ শেষে বাংলাদেশ বিজয় অর্জন করেছে, এটি মনে রাখতে হবে। তাহলে বাংলাদেশকে কেউ হারাতে পারবে না। তিনি বলেন, আত্মমর্যাদা ও আত্মসম্মান নিয়ে বাংলাদেশকে এগিয়ে যেতে হবে। বাংলাদেশ এগিয়ে যাবে, এগিয়ে যেতে হবে। আগামীতে প্রতিপক্ষকে ছোট করে না দেখে, দৃঢ় মনোবল নিয়ে খেলতে খেলোয়াড়দের উৎসাহ দেন প্রধানমন্ত্রী।

এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।