মহাখালীতে তিতুমীর শিক্ষার্থীদের গাড়ি ভাঙচুর


প্রকাশিত: ০৯:২১ এএম, ০৬ জুলাই ২০১৫
ফাইল ছবি

মহাখালীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার বেলা আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার জের ধরে রাস্তায় থাকা প্রায় ৩০টি গাড়ি ভাঙচুর করে। ঘটনার পরপর তিতুমীর ও তার আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বনানী থানার ওসি মাহবুব হাসান জানান, আমি এখন ঘটনাস্থলে আছি, পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে।

এদিকে বনানী থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে আগে থেকে একটা বিরোধ ছিল তিতুমীরের শিক্ষার্থীদের। এই নিয়ে সোমবার সকালে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে তিতুমীরের শিক্ষার্থীরা রাস্তায় এসে গাড়ি ভাঙচুর করে।

যদিও পুলিশ দাবি করছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে তারপরও গুলশান ১ থেকে মহাখালী পর্যন্ত     
এখনো যান চলাচল স্বাভাবিক হয়নি।

জেইউ/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।