পলাশবাড়ী শ্রমিকদলের সাধারণ সম্পাদক গ্রেফতার
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শাহ জালালকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দুপুরের পর পলাশবাড়ী সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহ জালাল উপজেলার সদর ইউনিয়নের আমবাড়ী গ্রামের বাবর আলী মুন্সির ছেলে।
পলাশবাড়ী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শাহ জালালের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় একাধিক নাশকতার মামলা রয়েছে। ওই সব মামলায় তাকে গ্রেফতার করা হয়।
অমিত দাশ/ এমএএস/এমআরআই