এক বাড়িতে ৩৩ সাপ!


প্রকাশিত: ০৩:৪২ পিএম, ০৮ জুলাই ২০১৫

যশোরের অভয়নগরে একটি বাড়ি থেকে ৩৩টি বিষধর সাপ ধরে মেরে ফেলেছে গ্রামবাসী। এ ঘটনার পর ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে। বুধবার অভয়নগর উপজেলার কাদিরপাড়া গ্রামের মোন্তাজ শেখের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় মোন্তাজ শেখের ছেলে শাহিন তাদের রান্না ঘরের পাশে গর্তে একটি বিষধর সাপ দেখতে পেয়ে তা মেরে ফেলে। এরপর বুধবার সকাল থেকে ওই গর্ত হতে একে একে বেরিয়ে আসতে থাকে ছোট-বড় অসংখ্য সাপ। তা দেখে পরিবারের সদস্যরা ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ে। পরে পরিবারের সদস্যসহ প্রতিবেশিরা একত্রিত হয়ে বিষধর সাপগুলো মেরে ফেলে। মেরে ফেলা সাপের মধ্যে রয়েছে বড় আকৃতির ৮টি কেউটে সাপ।

সাপ মারার এ খবর গোটা এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ ওই সাপগুলো দেখতে ওই বাড়িতে ভিড় জমায়। এসময় উপস্থিত হয় বেদে সম্প্রদায়ের লোক। তারা জানায়, এ বাড়িতে আরও অনেক সাপ রয়েছে, তা ধরার জন্য ওই রান্না ঘর খুড়ে ফেলে। কিন্তু ওই ঘরে আর কোনো সাপ পাওয়া যায়নি। তবে এ ঘটনার পর গ্রামবাসীর মাঝে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

মিলন রহমান/এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।