এপিবিএন সদর দফতরে বহুতল আবাসিক ভবন উদ্বোধন

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৫০ এএম, ২৪ জানুয়ারি ২০১৮

রাজধানীর উত্তরায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) হেডকোয়ার্টার্সে বাংলাদেশ পুলিশের জন্য নবনির্মিত দুটি বহুতল ১৪ তলা আবাসিক ভবন ও একটি অফিসার্স মেসের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

এপিবিএন-৫ এর অপারেশন্স অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান রুবেল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মঙ্গলবার বিকেল ৩টায় বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদর দফতরে উপস্থিত হলে এপিবিএন হেডকোয়ার্টার্স, বাংলাদেশ পুলিশ ও ঢাকার অতিরিক্ত আইজি সিদ্দিকুর রহমান তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় পুলিশ মহাপরিদর্শক মৌলভীবাজার, শ্রীমঙ্গল, যশোর, নেত্রকোনা ও বরগুনা অফিসার্স মেসসহ মোট ৫টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর করেন।

ভিত্তিপ্রস্তরের পর আইজিপি নবনির্মিত স্থাপনা পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করে বলেন, স্থাপনকৃত এইসব ভবনের মাধ্যমে পুলিশের আবাসন সমস্যা কিছুটা হলেও দূর হবে। পুলিশ সদস্যদের আবাসন সমস্যা দূর করতে আরও কিছু প্রকল্প হাতে রয়েছে।

পুলিশের মহাপরিদর্শক পুলিশ বাহিনীর সদস্যদেরকে পেশাদারিত্বের সাথে শৃঙ্খলা মেনে যার যে দায়িত্ব তা পালনের পরামর্শ প্রদান করেন। ইতোমধ্যে পুলিশের যে ইতিবাচক ভাবমূর্তি সৃষ্টি হয়েছে, এই ভাবমূর্তি যেন অক্ষুণ্ন থাকে সে আশাবাদ ব্যক্ত করেন। যারা এই বহুতল ‘চন্দ্রিমা’ ও ‘নীলিমা’ ভবন নির্মাণে শ্রম দিয়েছে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

ভিত্তিপ্রস্তরকালে বিভিন্ন ইউনিট থেকে আগত এপিবিএন এর অধিনায়ক এবং সিনিয়র অফিসাররা উপস্থিত ছিলেন।

এমইউ/এআরএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।