মাগুরায় উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে


প্রকাশিত: ০৪:১৯ এএম, ২১ জুলাই ২০১৫

মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনে ভোটগ্রহণ চলছে। এ নির্বাচনে মোট ১০৫টি ভোট কেন্দ্রে মঙ্গলবার সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত।
    
এতে মোট ৫ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে স্থানীয় আওয়ামী লীগের প্রথম সারির ৪ নেতা এবং বিএনপি’র  ১ নেতা রয়েছেন।
    
নির্বাচনের সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার জন্য র্যাব, বিজিবি, পুলিশ টহল দল, ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে।

মঙ্গলবার সকালে সরকারি কলেজ, ৪নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২নং সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে ভোটারের উপস্থিতি কম। অন্যদিকে শহরতলীর পিটিআই স্কুল কেন্দ্র ঘুরে দেখা গেছে কর্তব্যরত প্রিজাডিং অফিসার সাংবাদিকদের সাথে অসৎ আচরণ করাসহ ছবি তুলতে বাধা দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে এ বিষয়ে রিটার্নিং অফিসার সৈয়দ রবিউল ইসলাম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে সাংবাদিকদের আশ্বস্থ করেছেন।
 
উল্লেখ্য, সদর উপজেলা চেয়ারম্যান বিএনপি নেতা মো. নাজিম উদ্দিন আহম্মদ ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ২২ এপ্রিল মারা যাওয়ায় এ পদটি শুন্য হয়।

মো. আরাফাত হোসেন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।