পুলিশ কনস্টেবল নিয়োগে আবারও বিজ্ঞপ্তি প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৫৪ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৮

১০ হাজার কনস্টেবল নিয়োগের জন্য আবারও বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে বাংলাদেশ পুলিশের ভেরিফাইড ফেসবুক পেইজে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

পুলিশের ভেরিফাইড ফেসবুক পেইজে বলা হয়, জননিরাপত্তা বিধান ও সেবার মহান ব্রতে নিজেকে গড়ে তুলতে বাংলাদেশ পুলিশ বাহিনীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এই বিজ্ঞপ্তিতে ৮৫০০ জন পুরুষ ও ১৫০০ জন নারী সর্বমোট ১০ হাজার জনকে রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ দেয়া হবে।

আগ্রহী প্রার্থীদের নিজ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। তাদেরকে শারীরিক মাপ, লিখিত, মৌখিক ও শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

এর আগে, গত ২১ ডিসেম্বর এই পদে ১০ হাজার পুলিশ সদস্য নেয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। পরে ১৪ জানুয়ারি নিয়োগ কার্যক্রম অনিবার্য কারণবশত স্থগিত করা হয়।

pp

জেইউ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।