তামিম-রিয়াদে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ


প্রকাশিত: ০৭:১৪ এএম, ২২ জুলাই ২০১৫

প্রথম টেস্টে নিজেদের প্রথম ইনিংসের দ্বিতীয় সেশনে তামিম- রিয়াদের ব্যাটে ভর করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সফরকারী তিন পেসার পেসার স্টেইন, ফিনল্যান্ডার ও মরকেলকে সামলে স্কোর বোর্ডে তুলে নিয়েছে শতরান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ২ উইকেটে ১১৩ রান।

এর আগে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে দেখেশুনেই ব্যাট করছে টাইগার দুই ওপেনার তামিম-ইমরুল। কিন্তু ভন জিলের লেগস্ট্যাম্পের বাইরের বলে টাইমিং মিস করে ২৬ রানে স্ট্যাম্পিং হয়ে ফিরেছেন ইমরুল কায়েস। এরপর সিমন হার্মারের বলে দায়িত্বজ্ঞানহীন শটে ৬ রানে ফিরে গেছেন স্বাগতিকদের টেস্ট ভারসা মুমিনুল হক।

এর আগে মঙ্গলবার মুস্তাফিজুর রহমান এবং জুবায়ের হোসেনের বোলিং তোপে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন নিজেদের করে নেয় বাংলাদেশ। প্রথম সেশনে বাংলাদেশ একটু এলোমেলো থাকলেও দ্বিতীয় সেশন থেকেই দক্ষিণ আফ্রিকাকে চেপে ধরে টাইগার বোলাররা। ২৪৮ রানেই গুটিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকার মত শক্তিধর দলকে।

বাংলাদেশের পক্ষে ৪টি উইকেট নেন মুস্তাফিজুর রহমান। এছাড়া জুবায়ের হোসেন পান ৩টি উইকেট।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।