কক্সবাজার বিমানবন্দরের কার্যক্রম শুরু


প্রকাশিত: ০১:০৪ পিএম, ৩১ জুলাই ২০১৫
ফাইল ছবি

কক্সবাজার বিমানবন্দর থেকে বিমান উঠা-নামা পুনরায় শুরু হয়েছে। শুক্রবার দুপুর থেকে বিমান উঠা-নামাসহ চালানো হচ্ছে বিমানবন্দরের সকল কার্যক্রম। ঘূর্ণিঝড় কোমেনের তান্ডবের ভয়ে বৃহস্পতিবার ভোররাত থেকে বিমানবন্দরের সকল কার্যক্রম স্থগিত ঘোষণা করেছিল কর্তৃপক্ষ।

সূত্র জানায়, বুধবার রাত থেকে উপকূলীয় এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় কোমেনে পরিণত হয়। এর প্রভাবে কক্সবাজার সমুদ্র বন্দরকে সাত নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়। কোমেন বৃহস্পতিবার দিনের বেলা কক্সবাজার উপকূলে আঘাত হানার সম্ভাবনা দেখা দেয়ার পর কক্সবাজার বিমানবন্দরে বিমান উঠানামাসহ সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।

বুধবার রাত ১২টার দিকে এ ঘোষণার সঙ্গে বিমানবন্দরের সকল উপকরণ সরিয়ে নেয়া এবং বিমানবন্দরের লাইটিং ব্যবস্থাও বন্ধ রাখা হয়েছিল।

কক্সবাজার বিমানবন্দর ম্যানেজার সাধন কুমার মোহন্ত জানান, বৃহস্পতিবার রাতে ঘূর্ণিঝড় কোমেন দুর্বল হয়ে উপকূল অতিক্রম করায় আবহাওয়া অনুকূলে চলে এসেছে। তাই শুক্রবার দুপুর থেকে বিমানবন্দরে বিমান উঠা-নামা ও সকল কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে।

সায়ীদ আলমগীর/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।