কাহালুতে নির্বাচনী সহিংসতায় আহত ইউপি সদস্য মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ১১:০৭ পিএম, ০২ জানুয়ারি ২০১৯

গত ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের দিন কাহালু উপজেলার বাগইল গ্রামে বিএনপি-জমায়াত নেতাকর্মীদের হামলায় স্থানীয় আওয়ামী লীগ নেতা ও পাইকড় ইউপি সদস্য নাজমুল হক দুয়েল মারা গেছেন।

কাহালুর পাইকড় ইউপি চেয়ারম্যান মিটু চৌধুরী এই তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার দুপুরে দুয়েলের অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া।

কাহালু থানার এসআই ডেভিড হিমাদ্রী বর্মাও তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

দুয়েল বাগইল গ্রামের প্রাক্তন শিক্ষক সোলাইমান আলীর ছেলে। তিনি অসহায় অবস্থায় রেখে গেলেন স্ত্রী, তিন শিশু সন্তান ও বৃদ্ধ বাবাকে।

নিহত নাজমুল হক দুয়েল পাইকড় ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন।

লিমন বাসার/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।