পুরান ঢাকায় ফের আগুন, নেভালো এলাকাবাসী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫১ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৯

 

রাজধানীর পুরান ঢাকার সিদ্দিক বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। শুক্রবার রাত ৯টা ৫৫ মিনিটে সিদ্দিক বাজারের তিতাস গ্যাসের একটি পাইপলাইন থেকে এই আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহফুজ রিবেন জাগো নিউজকে বলেন, ‌‘ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হলেও এলাকাবাসী নিজ উদ্যোগে আগুন নিভিয়ে ফেলেছে।’ তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানান তিনি।

এর আগে, বুধবার রাতে পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টার ৬৪ নম্বর ওয়াহেদ ম্যানশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। শুক্রবার সকাল পর্যন্ত মোট ৬৭ জন নিহত হন। এরপর থেকে পুরান ঢাকার এলাকাগুলোতে আতঙ্ক বিরাজ করছে।

এআর/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।