এমপি আফজাল হোসেনকে আজকের মধ্যে এলাকা ছাড়ার নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩৬ পিএম, ২১ মার্চ ২০১৯

নির্বাচনে প্রভাব খাটানোর অভিযোগে কিশোরগঞ্জ-৫ আসনের সরকারদলীয় সাংসদ মো. আফজাল হোসেনকে আজ বৃহস্পতিবারের মধ্যে নির্বাচনী এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার সংসদকে ইসির এ-সংক্রান্ত নির্দেশনা জানিয়ে চিঠি দেয়া হয়েছে। এ নিয়ে অন্তত ১৩ জন সাংসদকে সতর্ক করে চিঠি দিল ইসি।

ইসির উপসচিব মো. আতিয়ার রহমান জানান, সাংসদ আফজাল হোসেন কিশোরগঞ্জ-৫ আসনের আওতাধীন বাজিপুর উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে এক প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেয়ার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে ২১ মার্চের মধ্যে তাকে বাজিতপুর এলাকা ত্যাগ করার জন্য কমিশন নির্দেশ দিয়েছে।

রোববার (১৭ মার্চ) এ উপজেলায় তৃতীয় ধাপের ভোট রয়েছে।

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, সরকারি সুবিধাভোগী ব্যক্তিরা কোনো নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না। শুধু নির্বাচনী এলাকার ভোটার হলে ভোট দিতে যেতে পারবেন।

এইচএস/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।