শুরু হচ্ছে মরিসন টেক্সবিজ প্রতিযোগিতা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:১৯ পিএম, ১৪ জুলাই ২০১৯

টেক্সটাইল সেক্টরের পাহাড়সম চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের দক্ষ ও আত্মবিশ্বাসী করতে বুটেক্স বিজনেস ক্লাব আবারও নিয়ে এসেছে বাংলাদেশের একমাত্র আন্তঃবিশ্ববিদ্যালয় টেক্সটাইল প্রধান বিজনেস কেস প্রতিযোগিতা 'মরিসন টেক্সবিজ, ২০১৯।

এ আয়োজনের অনলাইন মিডিয়া পার্টনার জাগোনিউজ২৪.কম। টাইটেল স্পন্সর মরিসন টেক্সটাইল মেশিনারি কোম্পানি। পাওয়ার্ড বাই ডাইস্-ইন এবং কো স্পন্সর্ড বাই বার্জার টেক্সবন্ড।

প্রতিযোগিতায় বাংলাদেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিভাগে অধ্যয়নরত (আন্ডারগ্রাজুয়েট) শিক্ষার্থীরা দলবদ্ধভাবে অংশ নিতে পারবেন। প্রতিটি দলে সদস্য সংখা হতে হবে ৩ থেকে ৪ জন সর্বোচ্চ (প্রতিটি সদস্য একই বিশ্ববিদ্যালয়ের হতে হবে)।

অনলাইন নিবন্ধনের শেষ দিন ১৬ জুলাই। নিবন্ধন ফি ১০০০ টাকা। বিকাশের মাধ্যমে +৮৮০১৯৪০১৭৫০০৩ নম্বরে ১০২০ টাকা দিয়ে নিবন্ধন করতে হবে।

প্রতিযোগিতা ৩ ধাপে অনুষ্ঠিত হবে, অনলাইন, প্রেজেন্টেশন এবং ফিনালে। অনলাইনে কেস জমা দেয়ার শেষ দিন ২১ জুলাই। অনলাইন ফলাফল দেয়া হবে ২৫ জুলাই। তৎক্ষণাৎ কেস সমাধান করতে হবে প্রেজেন্টেশন ধাপে ২৭ জুলাই। ৩ আগস্ট অনুষ্ঠিত হবে গ্রান্ড ফিনালে (প্রেজেন্টেশন ধাপের উত্তীর্ণ দলসহ)।

প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে চ্যাম্পিয়ন দলকে দেয়া হবে ৫০ হাজার টাকা। প্রথম রানার আপকে ৩০ হাজার এবং ২য় রানার আপকে ২০ হাজার টাকা দেয়া হবে।

এছাড়া কোনো দল যারা এবারই প্রথম এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে চূড়ান্ত পর্বে উঠতে পারবে তারা পাবে Youngster of Texbiz হিসেবে ১০ হাজার টাকা।

এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।