রাজধানীতে পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন

ভবিষ্যৎ প্রজন্মের মাঝে পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দেয়া এবং সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গড়তে জনসাধারণের মাঝে পরিচ্ছন্নতার বিষয়ে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) দিনব্যাপী রাজধানীর উত্তরা ১১নং চৌরাস্তা মোড়, কাকলি বাসস্ট্যান্ড, মৌচাক, ভিক্টোরিয়ার মোড় ও কল্যাণপুর বাস স্ট্যান্ডে সচেতনতামূলক এ কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ স্কাউট।
রাজধানীর গুরুত্বপূর্ণ এ পাচঁ স্থানে রোভার স্কাউটের পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবক সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেয়।
আয়োজকরা জানান, মানুষের মাঝে পরিচ্ছন্নতার অঙ্গীকার বিষয়ক সচেতনতা সৃষ্টির মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর, সুস্থ ও পরিচ্ছন্ন দেশ গড়াই এ ক্যাম্পেইন উদ্দেশ্য। ক্যাম্পেইনের মাধ্যমে ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, চারপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম, মা ও শিশুর সুস্বাস্থ্য , রাস্তা পারাপারসহ বিভিন্ন বিষয়ে সচেতন করা এবং পরিচ্ছন্নতার গুরুত্ব সম্পর্কে জানানো হয়। এছাড়া ডেঙ্গু যেহেতু এ বছর মহামারির রূপ নিয়েছে। সে কারণে প্রতিটি মুহূর্ত সচেতন থাকতে হবে।
ক্যাম্পেইনে অংশ নেয়া স্কাউটস রোভার সদস্য নবীউল্লাহ নবী বলেন, ‘দেশকে পরিচ্ছন্ন রাখতে রাস্তার মোড়ে মোড়ে পথচারীদের কাছ থেকে অঙ্গীকার নামা নিচ্ছি, তারা যেন কখনো কোনো জায়গায় ময়লা না করে এবং তাদের আশপাশের মানুষদেরও সচেতন রাখে। তাদের অঙ্গীকার থেকে হয়তো কিছুটা হলেও পালন করবে যা দেশকে পরিচ্ছন্ন রাখতে সহয়তা করবে।
এএস/এএইচ/এমকেএইচ