করোনায় সর্বোচ্চ মৃত্যু ঢাকায়, সর্বনিম্ন ময়মনসিংহে
দেশে গত ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর গত ১৮ মার্চ করোনা আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয়। বৃহস্পতিবার (২০ আগস্ট) পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার ৮২২ জনে।
এ পর্যন্ত করোনায় মারা যাওয়া তিন হাজার ৮২২ জনের মধ্যে পুরুষ তিন হাজার ১৯ (৭৮দশমিক ৯৯শতাংশ) এবং নারী ৮০৩ জন (২১ দশমিক ০১ শতাংশ)।
দেশের আট বিভাগের মধ্যে সর্বোচ্চ সংখ্যক মৃত্যু ঢাকা বিভাগে এক হাজার ৮৩১ জন (৪৭ দশমিক ৯১ শতাংশ) এবং সর্বনিম্ন ময়মনসিংহ বিভাগে ৮২ জন (২ দশমিক ১৫ শতাংশ)।
এছাড়া চট্টগ্রাম বিভাগে ৮৫৮ (২২ দশমিক ৪৫শতাংশ), রাজশাহী বিভাগে ২৫০ (৬ দশমিক ৫৪ শতাংশ), খুলনা বিভাগে ৩১৩ (৮ দশমিক ১৯ শতাংশ), বরিশাল বিভাগে ১৪৯ (৩ দশমিক ৯০ শতাংশ), সিলেট বিভাগে ১৭৯ (৪ দশমিক ৬৮ শতাংশ) এবং রংপুর বিভাগে ১৬০ (৪ দশমিক ১৯ শতাংশ)।
বিভাগওয়ারি পরিসংখ্যান অনুসারে গত ২৪ ঘণ্টায় মোট করোনায় মারা যাওয়া ৪১ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৯, চট্টগ্রামে আট, রাজশাহীতে চার, খুলনায় তিন, বরিশালে দুই এবং রংপুর বিভাগের পাঁচজন রয়েছেন।
এমইউ/এএইচ/এমকেএইচ