চসিক প্রশাসককে শুভেচ্ছা জানিয়ে পোস্টার না টাঙানোর অনুরোধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৯:২৮ পিএম, ২০ আগস্ট ২০২০

নিজের বন্দনা বা শুভেচ্ছা জানিয়ে নগরের কোথাও আর পোস্টার ব্যানার না টাঙানোর অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক খোরশেদ আলম সুজন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) চট্টগ্রাম সিটি করপোরেশন থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অনুরোধ জানান।

তিনি প্রশাসক হিসেবে দায়িত্ব নেয়ার পর নগরে শুভেচ্ছা ও অভিনন্দন সংবলিত বিভিন্ন স্থানে যারা পোস্টার, ফেস্টুন ও ব্যানার টাঙিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিবৃতিতে সবার প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘অযাচিত বন্দনা কখনও কখনও কর্তব্যচ্যুতির কারণ হয়ে দাঁড়ায়। তাই একজন মাঠের রাজনীতিক হিসেবে এ বিষয়ে আমি সচেতন। আমি নগরবাসীকে অনুরোধ জানাব ব্যানার কিংবা ফেস্টুন লাগিয়ে নগরের প্রাকৃতিক সৌন্দর্যকে শ্রীহীন না করে একটি পরিচ্ছন্ন, সুন্দর এবং মানবিক শহর গড়তে সবাই এগিয়ে আসবেন। এখন থেকে এ ধরনের কাজ থেকে বিরত থাকতে হবে। আমি মাঠ পর্যায়ের সক্রিয় রাজনীতিক হিসেবে সুখে-দুঃখে নগরবাসীর পাশে ছিলাম, আছি ও থাকব-ই।’

এ প্রসঙ্গে তিনি হুঁশিয়ার করে বলেন, ‘আগামীতে আমার অনুমতি ব্যতিরেকে কেউ যদি এরকম কোনো ব্যানার কিংবা পোস্টার নগরে লাগিয়ে সৌন্দর্যের হানি করেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবো।’

খোরশেদ আলম বলেন, ‘আমি নগরবাসীকে অনুরোধ জানাব ব্যানার কিংবা ফেস্টুন লাগিয়ে নগরীর প্রাকৃতিক সৌন্দর্যকে শ্রীহীন না করে একটি পরিচ্ছন্ন, সুন্দর এবং মানবিক শহর গড়তে সবাই এগিয়ে আসবেন।’

প্রশাসক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার ওপর আস্থা রেখে যে গুরুদায়িত্ব অর্পণ করেছেন তার প্রতিদান দেয়াটাই আমার একমাত্র ব্রত ও কর্তব্য। স্বচ্ছতা, সততা, নিষ্ঠা ও সামর্থ্য উজাড় করে দিয়ে সিটি করপোরেশনের মোট জনবলকে গতিশীল, দায়িত্ব ও কর্তব্যে সচেতন করে নগরবাসীর প্রত্যাশা পূরণ করতে চাই।’

এ জন্য সবার দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন।

আবু আজাদ/এফআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।