সুস্থ রোগী বেড়েছে দ্বিগুণেরও বেশি

রাজধানীসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৮ শতাংশেরও বেশি বেড়েছে। এ সময়ে নতুন করে এক হাজার ৫৯২ রোগী শনাক্ত হয়।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিন হাজার ৪২৩ জন, যা আগের ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা রোগীর (এক হাজার ৬৬১ রোগীর তুলনায়) তুলনায় দ্বিগুণের বেশি। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৮ দশমিক ০৫ শতাংশ। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল দুই লাখ ২১ হাজার ২৭৫ জন।
রোববার (৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সম্পর্কিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা তিন হাজার ৪২৩ জনের মধ্যে ঢাকা বিভাগে এক হাজার ৯১৭ জন, চট্টগ্রামে ৫৭৬, রংপুরে ৭২, খুলনায় ৪১৭, বরিশালে ২০, রাজশাহীতে ৩৩৬, সিলেটে ৬৬ এবং ময়মনসিংহ বিভাগে ১৯ জন সুস্থ হন।
উল্লেখ্য, দেশের বিভিন্ন বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৩২ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ২৫ ও নারী সাতজন। তাদের মধ্যে হাসপাতালে ২৯ ও বাড়িতে তিনজন মারা যান। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল চার হাজার ৪৭৯ জনে।
গত ২৪ ঘণ্টায় ৯২টি করোনা শনাক্তকরণ আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১১ হাজার ২২৪ নমুনা সংগ্রহ ও ১১ হাজার ৩৫৪ নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনা আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৫৯২ জন।
ফলে মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ২৫ হাজার ১৫৭ জনে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৬ লাখ ২৯ হাজার ৩১২ জনে।
এমইউ/এএইচ/এমএস