বিদেশ গমনেচ্ছু পুলিশ সদস্যের করোনা পরীক্ষায় হাসপাতাল নির্ধারণ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২০

বিদেশ গমনেচ্ছু পুলিশ সদস্যদের করোনা পরীক্ষার জন্য বাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালকে নির্ধারণ করে দিয়েছে সরকার। এ হাসপাতালের করোনা নেগেটিভ সনদ দেশের সব বিমানবন্দর, স্থলবন্দর ও নৌবন্দরে প্রদর্শনপূর্বক বিদেশ গমন করার সুযোগ পাবেন পুলিশ সদস্যরা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সহকারী স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি উল্লেখ করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ শাখা-২ থেকে ২৬ আগস্ট পাঠানো এক চিঠির পরিপ্রেক্ষিতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ হাসপাতালকে মনোনয়ন প্রদান করা হয়।

এমইউ/এফআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।