প্রখ্যাত নিউরোলজিস্ট কাজী দীন মোহাম্মদ করোনায় আক্রান্ত

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:০৬ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২০

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস (এনআইএনএস) হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ করোনায় আক্রান্ত হয়েছেন।

ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিসের (এফডিএসআর) প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. শাহেদ ইমরান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে তিনি জানান, উপমহাদেশের প্রখ্যাত নিউরোলজিস্ট গত কয়েকদিন যাবত ঠান্ডা জ্বর ও কাশিসহ করোনার উপসর্গ নিয়ে চিকিৎসা নিচ্ছিলেন। আজ আরটি পিসিআর ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হয়। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানান তিনি।

এমইউ/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।