সিনিয়র সচিব হলেন রউফ তালুকদার ও দিলওয়ার বখত্

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২০

আরও দুজন সচিবকে সিনিয়র সচিব পদমর্যাদা দিয়েছে সরকার। সোমবার (২১ সেপ্টেম্বর) এই পদমর্যাদা দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।

সিনিয়র সচিব হয়েছেন অর্থ বিভাগের সচিব আব্দুর রউফ তালুকদার। সিনিয়র সচিব হওয়ার পর তাকে আগের কর্মস্থল অর্থ বিভাগেই পদায়ন করা হয়েছে।

এছাড়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব দিলওয়ার বখত্ সিনিয়র সচিব হয়েছেন। তাকেও দুদকে পদায়ন করা হয়েছে।

৩১ অক্টোবর থেকে রউফ তালুকদার এবং ১৬ অক্টোবর থেকে দিলওয়ার বখতের এই পদমর্যাদা কার্যকর হবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।

সরকারে এখন সিনিয়র সচিবের সংখ্যা হলো ১৫ জন। সিনিয়র সচিবদের পদমর্যাদা মন্ত্রিপরিষদ সচিব ও সচিবদের মাঝামাঝি।

২০১২ সালের ৯ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার প্রশাসনে প্রথমবারের মতো সিনিয়র সচিব নামে পদ চালু করে।

আরএমএম/এসএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।