২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুহার বেড়েছে

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৮:৫৩ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২০
ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যুহার বেড়েছে। এ সময়ে দেশের বিভিন্ন বিভাগে সর্বমোট ৩৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ২৪ ও মহিলা ১৩ জন। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ হাজার ৪৪ জন।

গত ২৪ ঘণ্টায় ১০২ পরীক্ষাগারে ১৩ হাজার ৯৭৭ নমুনা সংগ্রহ এবং ১৪ হাজার ১৫০ নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনায় আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৬৬৬ জন। নতুন রোগী শনাক্ত বিবেচনায় মৃত্যুহার বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১ দশমিক ৪৩ শতাংশ।

পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ১৪ হাজার ২৪৪ নমুনা সংগ্রহ ও ১৪ হাজার ১৬৪ নমুনা পরীক্ষা করে নতুন রোগী শনাক্ত হয় এক হাজার ৫৫৭ জন। মৃত্যুহার ছিল ১ দশমিক ৪২ শতাংশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এমইউ/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।