চট্টগ্রামে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত আরও ৮২, মৃত্যু ১

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:২৪ এএম, ০২ নভেম্বর ২০২০
ফাইল ছবি

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮২ জন এবং একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত দাঁড়ালো ২১ হাজার ২৯৮ জন।

রোববার (১ নভেম্বর) রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ছয়টি ল্যাব ও কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে মোট ৯৩০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৮৯টি পরীক্ষা করে সাতজন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৩৯৫টি নমুনা পরীক্ষা করে আটজন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ল্যাবে ১৮৬টি নমুনা পরীক্ষা করে ৩৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।

এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৪৭টি নমুনা পরীক্ষা করে ৭ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১১৬টি নমুনা থেকে ২০ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে নয়টি নমুনা পরীক্ষা করে দুইজন করোনা রোগী শনাক্ত হয়েছে।

অপরদিকে কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে তিনজনের শরীরে করোনা ধরা পড়েছে।

তবে এদিন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ল্যাব এবং জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টার নতুন ৮২ জন আক্রান্ত হয়েছেন। শনাক্তদের মধ্যে নগরে ৭২ জন এবং উপজেলায় ১০ জন।

এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।