করোনায় সুস্থতার হার ৮২.৪৮ শতাংশ
সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সুস্থতার হার আরও বৃদ্ধি পেয়ে ৮২ দশমিক ৪৮ শতাংশে উন্নীত হয়েছে। গত ২৪ ঘণ্টায় ১১৮টি ল্যাবরেটরিতে ১৫ হাজার ৫২৭টি নমুনা সংগ্রহ ও ১৫ হাজার ৪৩০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২৮ লাখ ৩৬ হাজার ৪৪১টি। এ সময়ে করোনা আক্রান্ত নতুন রোগী শনাক্ত হন আরও দুই হাজার ২৫২ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৭৩ হাজার ৯৯১ জনে।
একই সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৫৭২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৯০ হাজার ৯৫১ জন। নমুনা পরীক্ষার সংখ্যা ও শনাক্তকৃত করোনা রোগীর বিবেচনায় সুস্থতার হার ৮২ দশমিক ৪৮ শতাংশ।
শুক্রবার (৪ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা ২ হাজার ৫৭২ জনের মধ্যে ঢাকা বিভাগে এক হাজার ৯১৪, চট্টগ্রামে ৪৬২, রংপুরে ৩৭, খুলনায় ৩১, বরিশালে ২৫, রাজশাহীতে ৪৩, সিলেটে ২৬ এবং ময়মনসিংহে ৩৪ জন রয়েছেন।
এমইউ/জেএইচ/পিআর