করোনায় সুস্থতার হার ৮৭ শতাংশ ছাড়াল

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৫:৫০ পিএম, ১৮ ডিসেম্বর ২০২০
ফাইল ছবি

দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সুস্থতার হার ৮৭ শতাংশ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের আট বিভাগে নতুন দুই হাজার ২৪ জন সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল চার লাখ ৩৩ হাজার ৬১৪ জনে।

দেশের ১৫৯টি ল্যাবরেটরিতে গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৩৩৯টি নমুনা সংগ্রহ ও ১৪ হাজার ৩৩৬টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩০ লাখ ৫০ হাজার ৬৪টি।

এ সময়ে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৩১৮ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল চার লাখ ৯৮ হাজার ২৯৩ জনে। নমুনা পরীক্ষা ও শনাক্ত হওয়া রোগীর হিসেবে সুস্থ রোগীর হার বৃদ্ধি পেয়ে ৮৭ দশমিক শূন্য ২ শতাংশে দাঁড়িয়েছে।

শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত একদিনে সুস্থ হয়ে ওঠা দুই হাজার ২৪ জন রোগীর মধ্যে ঢাকা বিভাগে এক হাজার ৩৭৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩১৮ জন, রংপুর বিভাগে ১০৯ জন, খুলনা বিভাগে ৪১ জন, বরিশাল বিভাগে ২৪ জন, রাজশাহী বিভাগে ৬৭ জন, সিলেট বিভাগে ৫৭ জন এবং ময়মনসিংহ বিভাগে ৩৩ জন রয়েছেন।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। শুক্রবার পর্যন্ত এ ভাইরাসে মোট মারা যাওয়া সাত হাজার ২৯৩ জনের মধ্যে পুরুষ পাঁচ হাজার ৫০৫ জন (৭৬ দশমিক ২৮ শতাংশ) ও নারী এক হাজার ৭১২ জন (২৩ দশমিক শূন্য ৭২ শতাংশ)।

এমইউ/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।