ঢাকায় ‘এশিয়ার সর্ববৃহৎ’ মোবাইল আরটি-পিসিআর ল্যাব

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:২৪ পিএম, ২৩ ডিসেম্বর ২০২০

রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে ‘এশিয়ার সর্ববৃহৎ’ বিএসএল-২ সমৃদ্ধ ও আন্তর্জাতিক মানের মোবাইল আরটি-পিসিআর (করোনা টেস্টিং) ল্যাব উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় এটির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।

মোবাইল আরটি-পিসিআর (করোনা টেস্টিং) ল্যাবে বিদেশফেরত যাত্রীদের জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে কোভিড-১৯ শনাক্ত করা হবে। অন্যদিকে আজ থেকে আরটি-পিসিআর মোবাইল ল্যাবরেটরি ও অ্যান্টিজেন টেস্টের কার্যক্রম চলবে।

jagonews24

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানার পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, আর্মি কোয়ারেন্টাইন ইনচার্জ এবং ১৬ বীর ইনচার্জ লেফটেন্যান্ট কর্নেল সাইফ, হজক্যাম্প কোয়ারেন্টাইন ইনচার্জ মেজর মোস্তফা, ডি এম আর ল্যাব প্রধান ফয়জুর রহমান প্রমুখ।

ইএআর/এমএসএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।