ক্যামেরা দেখলেই মাস্ক খুলে ফেলা ঠিক না : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৯ এএম, ০৫ জানুয়ারি ২০২১

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সবাইকে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘরের বাইরে সার্বক্ষণিক মাস্ক পরার পরামর্শ দিয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ক্যামেরা দেখে অনেকেই মাস্ক খুলে ফেলে, এটা ঠিক না।

সোমবার (৪ জানুয়ারি) ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় সংযুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘এখানে আমি দেখেছি, অনেকেই ক্যামেরা দেখলে তাড়াতাড়ি মুখ থেকে মাস্ক খুলে ফেলে, এটা কিন্তু ঠিক না।’

বক্তৃতার সময় নিজের মাস্ক না পরার কারণ হিসেবে তিনি বলেন, ‘আমার আশপাশে কেউ নেই, সবাই অনেক দূরে। এজন্য মাস্ক খুলে বক্তৃতা দিতে পারছি। আমার বক্তৃতা শেষ হওয়ার সাথে সাথেই আমি মাস্ক পরে ফেলব। সবাইকে মাস্ক ব্যবহার করতে হবে। যখন যেখানে সমাবেশ, লোকের সঙ্গে মিশতে গেলে মাস্ক ব্যবহার করতে হবে। কারণ এটা হচ্ছে সংক্রামক ব্যাধি। সংক্রমণ না হয় সেটা দেখতে হবে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘হাত ধোয়া, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার ব্যাপারে খেয়াল রাখতে হবে। সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলতে হবে। প্রত্যেকে মেনে চললে সবাই মিলে করোনা মোকাবিলা করতে পারব।’

ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘মুজিববর্ষে বৃক্ষরোপণ করা, ধান কেটে কৃষককে সহায়তা করা, করোনার সময় আক্রান্ত রোগী ও যারা মৃত্যুবরণ করেছেন তাদের পাশে দাঁড়ানো, ঘরে ঘরে খাদ্য পৌঁছে দেয়াসহ মানুষের সেবার জন্য যে কাজগুলো করে গেছ, সেটাই হচ্ছে বড় কাজ। আগামী দিনে দেশকে এগিয়ে নিতে আদর্শবান নেতা হিসেবে গড়ে উঠতে হবে।’

এসএম/এসএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।