২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু নেই তিন বিভাগে
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১৬ জন ও নারী চারজন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত হাজার ৬৭০ জনে।
গত একদিনে মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রামে দুইজন, খুলনায় একজন, সিলেটে একজন এবং ময়মনসিংহ বিভাগে দুইজন রয়েছেন।
একই সময়ে অবশিষ্ট তিন বিভাগ- রাজশাহী, বরিশাল এবং রংপুরে করোনায় কেউ মারা যাননি।
মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দেশে গত ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত ও ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। গত ২৪ ঘণ্টায় দেশের ১৮০টি ল্যাবরেটরিতে ১৪ হাজার ৬২৯টি নমুনা সংগ্রহ ও ১৪ হাজার ৪৬২টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩২ লাখ ৮৬ হাজার ৮৮৫টি।
গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ৯৯১ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা বেড়ে ৫ লাখ ১৭ হাজার ৯২০ জনে দাঁড়াল।
এদিকে, রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৪৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৬২ হাজার ৪৫৯ জন।
এমইউ/এমআরআর/জিকেএস